শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | বক্সা'র জঙ্গলে ফের দেখা মিলল বাঘের

Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮ : ০৯Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: বক্সার জঙ্গলে আবারও বাঘের দেখা মিলল। বছরের শেষ দিন বনদপ্তরের লাগানো ক্যামেরায় বাঘের ছবিটি ধরা পড়ে। রবিবার সকাল ১০টা নাগাদ ধরা পড়া ছবিতে দেখা গেল দিনের আলোয় বক্সার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তিন দিন আগেও এই জঙ্গলেই লাগানো ক্যামেরায় রাতের বেলা তোলা আরোও একটি ছবি সামনে এসেছিল। এরই সঙ্গে জঙ্গল লাগোয়া নদীর বালিতে বাঘের পায়ের ছাপ বা "পাগমার্ক"ও দেখা গিয়েছিল। পর পর কয়েকদিন একাধিক ছবি ও পাগমার্ক দেখা দেওয়ায় বক্সার বাঘবনে রয়্যাল বেঙ্গল রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। একটি অথবা একাধিক বাঘ বক্সার জঙ্গলে পাকাপাকি ডেরা গেড়েছে নাকি ভুটানের জঙ্গল থেকে এই জঙ্গলে নেমে এসে ডোরাকাটারা অস্থায়ীভাবে বসবাস করছে তাই এখন আলোচনার বিষয়৷ বাঘগুলির গতিবিধির পথ খুঁজতে এবং সেগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীরা এখন নাওয়াখাওয়া ভুলে কোমর বেঁধে নেমেছেন।

জানা গিয়েছে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বক্সার জঙ্গলে বাঘের ঘুরে বেড়ানোর একটি ছবি ধরা পড়েছিল। এই বাঘটির বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছিল। তবে এই বাঘটি ভুটানের জঙ্গল থেকে নেমে এসেছিল সে বিষয়ে বনকর্মীরা নিশ্চিত করেছিলেন। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল বাঘেদের থাকার পক্ষে আদর্শ স্থানে পরিণত হয়েছে। সঙ্গীনীর খোঁজে পুরুষ বাঘেরা ভুটানের জঙ্গল থেকে বক্সায় নেমে আসতে পারে। বক্সাতে বাঘিনী থাকলে এই বাঘ পাকাপাকি বক্সাতেই থেকে যেতে পারে। এরই পাশাপাশি ভুটান লাগোয়া বক্সায় অন্যান্য কারণেও ভুটান থেকে বাঘেরা বারংবার চলে আসে। জানা গিয়েছে ১৯৯৮ সালে বক্সায় শেষ বার বাঘের দেখা মিলেছিল। এর পর দীর্ঘ ২৩ বছরের ব্যবধানে ২০২১ সালের ১১ ডিসেম্বর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল এর ছবি ধরা পড়েছিল। এর ঠিক দুই বছর পর এক সপ্তাহের মধ্যেই দুই বার ভিন্ন দুটি জায়গায় বাঘের ছবি ও নদীর পাড়ে পায়ের ছাপ দেখা গিয়েছে। এই ঘটনায় বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা উচ্ছ্বসিত। তবে বাঘটির নিরাপত্তার স্বার্থে - জঙ্গলের কোন এলাকায় বাঘটিকে দেখা গিয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি।

ছবি: বনদপ্তরের সূত্রে পাওয়া




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



12 23